Bangladesh logo Project Logo
  • ডিবিআইডি কি
  • ডিবিআইডি কিভাবে কাজ করে
  • পরিসংখ্যান
  • সহযোগী অংশীদার
  • মিডিয়া ও খবর
  • লগইন

সচরাচর জিজ্ঞাসা

  • ১। প্রশ্নঃ প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা ফেসবুক পেইজে টার্মস এন্ড কন্ডিশন বাংলায় লিপিবদ্ধ থাকা কি বাধ্যতামূলক?

    উত্তরঃ প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা ফেসবুক পেইজে টার্মস এন্ড কন্ডিশন বাংলায় লিপিবদ্ধ থাকা বাধ্যতামূলক।

  • ২। প্রশ্নঃ টার্মস এন্ড কন্ডিশনে কোন বিষয়গুলি সুস্পষ্ঠ ভাবে উল্লেখ্য থাকতে হবে?

    উত্তরঃ টার্মস এন্ড কন্ডিশনে ক্রয়-বিক্রয়, ডেলিভারীর সময়সীমা, মূল্যফেরত, পণ্যফেরত, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি এবং অন্যান্য বিষয় সুষ্পষ্টভাবে বাংলায় লিপিবদ্ধ থাকতে হবে।

  • ৩। প্রশ্নঃ ফেসবুক পেইজের কোন অংশে টার্মস এন্ড কন্ডিশন যুক্ত করতে হবে?

    উত্তরঃ ফেসবুক পেইজে বাংলায় লিপিবদ্ধ ক্রয়-বিক্রয় এবং অন্যান্য শর্তাবলী (টার্মস এন্ড কন্ডিশন) সংযুক্ত থাকতে হবে; যেখানে সুস্পষ্টভাবে ডেলিভারির সময়সীমা, মূল্যফেরত, পণ্যফেরত, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি বিষয় সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ করে পোস্টটি পিন করে রাখুন(পিন পোস্ট)।

  • ৪। প্রশ্নঃ ভাড়া অফিসের ক্ষেত্রে কি কি কাগজপত্রের প্রয়োজন?

    উত্তরঃ ভাড়া অফিসের ক্ষেত্রে বাড়ির মালিকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, অফিস ভাড়া চুক্তির অনুলিপি প্রয়োজন।

  • ৫। প্রশ্নঃ আবেদন পরবর্তী কতদিন এর মধ্যে ডিবিআইডি পাওয়া যাবে?

    উত্তরঃ আবেদনের সর্বোচ্চ ৬০ কার্যদিবসের মধ্যে ডিবিআইডি প্রদান করা হয়।

  • ৬। প্রশ্নঃ টিন/বিন সার্টিফিকেট না থাকা সত্ত্বেও কি ডিবিআইডির জন্য আবেদন করা সম্ভব?

    উত্তরঃ টিন/বিন ব্যতীতও ডিবিআইডির জন্য আবেদন করা সম্ভব।

  • ৭। প্রশ্নঃ মোবাইল নম্বর/প্রতিষ্ঠানের মালিক/অফিসের ঠিকানা পরিবর্তন অথবা হালনাগাদ করা সম্ভব কিনা?

    উত্তরঃ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে মোবাইল/প্রতিষ্ঠানের মালিক/অফিসের ঠিকানা ইডিট অথবা আপডেট করা সম্ভব নয়।

  • ৮। প্রশ্নঃ অনলাইন ভিত্তিক ফুড শপ পরিচালনা, সেক্ষেত্রে ব্যবসার ধরন কি হবে?

    উত্তরঃ অনলাইন ভিত্তিক ফুড শপ পরিচালনার ক্ষেত্রে ব্যবসার ধরন হিসেবে “ফুড এগ্রিগেটর” সিলেক্ট করতে হবে।

  • ৯। প্রশ্নঃ স্টার (*) চিহ্ন যুক্ত ঘর (Field) পূরণ করা কি বাধ্যতামূলক ?

    উত্তরঃ আবেদন করার সময় স্টার (*) চিহ্ন যুক্ত ঘর (Field) গুলো সঠিক ভাবে পূরণ করা বাধ্যতামূলক।

  • ১০। প্রশ্নঃ ডিবিআইডির সাথে সংশ্লিষ্ট অন্যান্য সিস্টেমের সমস্যা সম্পর্কিত সাহায্যের জন্য নিম্নে প্রদত্ত নম্বরে যোগাযোগ করুন।

    ক) মাইগভে লগইন করতে পারছি না অথবা মোবাইল নাম্বারে ওটিপি আসেনি।
    উত্তরঃ মাইগভ ওয়েবসাইট সম্পর্কিত যেকোন সমস্যায় সমাধানে মাইগভ এর সাপোর্ট নাম্বারে (09666727278) যোগাযোগ করুন।
    খ) একশপ সদস্যপদ নাম্বার যাচাই হচ্ছে না।
    উত্তরঃ একশপ সদস্যপদ নম্বর যাচায় সম্পর্কিত সমস্যার জন্য প্রদত্ত নাম্বারে (09638007007) যোগাযোগ করুন।

  • ১১। প্রশ্নঃ ডিবিআইডি'র ট্র্যাকিং আইডি পাচ্ছি না?

    উত্তরঃ ডিবিআইডির ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে আবেদনের সকল তথ্য এবং ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে।

  • ১২। প্রশ্নঃ গ্রামে ফ্লাট নাম্বার, রোড নাম্বার নেই সেক্ষেত্রে করনীয় কি?

    উত্তরঃ যদি ফ্লাট বা রাস্তা নাম্বার না থাকে তবে প্রদত্ত বক্স খালি রাখুন এবং গ্রাম, উপজেলা, জেলা পূরণ করুন।

  • ১৩। প্রশ্নঃ একই প্রতিষ্ঠানের একাধিক বিজনেস হলে কি আলাদা আলাদা ডিবিআইডি'র জন্য আবেদন করতে হবে?

    উত্তরঃ একই প্রতিষ্ঠানের একাধিক বিজনেস এবং ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ যদি ভিন্ন হয় সেক্ষেত্রে অবশ্যই আলাদা ডিবিআইডি'র জন্য আবেদন করতে হবে।

  • ১৪। প্রশ্নঃ অনলাইন ভিত্তিক পাঠদান এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ডিবিআইডি প্রয়োজন আছে কী?

    উত্তরঃ হ্যাঁ, অনলাইন ভিত্তিক পাঠদান এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ডিবিআইডি প্রয়োজন আছে।

  • ১৫। প্রশ্নঃ আবেদনটি প্রত্যাখ্যান/বাতিল করা হয়েছে। পুনরায় কি নতুন করে আবেদন করতে হবে?

    উত্তরঃ আবেদন প্রত্যাখান/বাতিল হলে পুনরায় আবার নতুন আবেদন করতে পারবেন।

  • ১৬। প্রশ্নঃ প্রতিষ্ঠানের পূর্ববর্তী নাম অনুযায়ী ট্রেড লাইসেন্স করা হয়েছিল, বর্তমানে ট্রেড লাইসেন্সে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে, সেক্ষেত্রে ডিবিআইডিতে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা কি সম্ভব?

    উত্তরঃ এক্ষেত্রে বর্তমানে ডিবিআইডি তে নাম পরিবর্তন করা সম্ভব নয়। তবে বানিজ্য মন্ত্রণালোয়ের সিদ্ধান্ত অনু্যায়ী শীঘ্রই হালনাগাদ সুবিধা চালু হবে,তখন ডিবিআইডি তে নাম পরিবর্তন করা যাবে।

  • ১৭। প্রশ্নঃ একই ওয়েবসাইট অথবা ফেসবুক লিঙ্ক ব্যবহার করে আলাদা ব্যবসা প্রতিষ্ঠানের ডিবিআইডির জন্য আবেদন করা সম্ভব কি না?

    উত্তরঃ একই ওয়েবসাইট অথবা ফেসবুক লিঙ্ক ব্যবহার করে আলাদা ব্যবসা প্রতিষ্ঠানের ডিবিআইডির জন্য আবেদন করা সম্ভব না।


  • সাইটম্যাপ
  • গোপনীয়তার নীতিমালা
  • ব্যবহারের শর্তাবলি
  • নিরাপত্তা
  • যোগাযোগ করুন
  • ব্লগ
  • সচরাচর জিজ্ঞাসা
  • অফিস লগইন

পরিকল্পনা ও বাস্তবায়নে

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কারিগরি সহযোগিতায়

লগইন

আবেদনকারী লগইন
অথবা
প্রশাসনিক লগইন
Loading...

আপনার তথ্যাদি আবেদন ফর্মে সংযোজন করা হচ্ছে।